Bangla News @24x7 Headline

Bangladeshi all newspaper updated news

দিল্লি গণধর্ষণের প্রধান অভিযুক্ত রাম সিংয়ের আত্মহত্যা

Published on Sunday, March 10, 2013 9:32 PM //

ঢাকা: দিল্লির বহুল আলোচিত চলন্ত বাসে গণধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আসামি রাম সিং আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে দিল্লির অদূরে তিহার কারাগারে আটক থাকা অবস্থায় নিজের গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সোমবার ভোর ৫টায় রামসিংকে তার কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় খুঁজে পাওয়া যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার ওই গণধর্ষণ মামলার শুনানির জন্য রাম সিংকে আদালতে হাজির করার কথা ছিলো। তার আত্মহত্যার ঘটনাটি প্রথম চোখে পড়ে এক কারারক্ষীর। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায় সম্প্রতি আফজাল গুরুর ফাঁসির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলো রাম সিং। তবে তার আত্মহত্যার ঘটনাটি একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাম সিং দিল্লির ওই চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ছয় অভিযুক্তের একজন। যে বাসে ২৩ বছর বয়সী ওই মেডিকেল শিক্ষার্থী তরুণীকে তার ছেলে বন্ধুর সামনেই গণর্ধষণ করা হয় রাম সিং ছিলেন তার চালক। তরুণীকে গণধর্ষণ করেই ক্ষান্ত হয়নি রামসিং ও তার সহযোগীরা। ধর্ষণ শেষে ব্যাপক মারধোর করে চলন্ত বাস থেকে ওই তরুণীকে ছুড়ে ফেলে তারা। মারাত্মক আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করলেও অবশেষে ডিসেম্বরের ২৯ তারিখে সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই তরুণী।

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!